insta logo
Loading ...
×

এবার মাটির স্বাস্থ্য কার্ড! কী করবেন চাষিরা?

এবার মাটির স্বাস্থ্য কার্ড! কী করবেন চাষিরা?

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

করতে হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ। তবেই আড়ে বহরে বাড়বে রুখা পুরুলিয়ার কৃষি। আর তার জন্য জানতে হবে মাটির স্বাস্থ্য কেমন। তাই মাটির গুরুত্ব বুঝতে পুরুলিয়ার প্রতিটি ব্লকে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করলো কৃষি দপ্তর। বিশেষ আকর্ষণ ছিলো নিতুড়িয়া ব্লক।

নিতুড়িয়া ব্লকের কিষান মান্ডিতে আয়োজিত বিশ্ব মৃত্তিকা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কৃষি আধিকারিক মোহনলাল মুর্মু, পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সন্তোষী দত্ত (বাউরি) প্রমুখ। নিতুড়িয়া ব্লকের সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মনের কথায়, ” যে কোন ফসলের উৎপাদন নির্ভর করছে মাটির স্বাস্থ্য ও উর্বরতা কেমন তার ওপর। মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে। মাটির জলধারণ ক্ষমতা বাড়াতে হবে। তবেই বাড়বে মাটির উর্বরতা শক্তি । বৃদ্ধি করতে হবে মাটিতে জৈব পদার্থের পরিমান। তবেই আশানুযায়ী উৎপাদন হবে।” মাটি পরীক্ষার দিকে দিতে হবে জোর। রিপোর্ট অনুযায়ী জমিতে কতটা কেমন সার দেওয়া যায়, দেখে নিতে হবে।

অন্যদিকে বুধবার আড়ষা ব্লকের কৃষিদপ্তরের উদ্যোগে আড়ষা ব্লকের উলুগোড়িয়াতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হলো। এদিন মাটির উর্বরতা বজায় রাখতে কৃষিকাজের প্রতি উৎসাহিত করতে চাষীদের হাতে উন্নত জাতীর ছোলা বীজ তুলে দিলেন আড়ষা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উৎপল কুমার। উপস্থিত ছিলেন আড়ষা ব্লকের কৃষি আধিকারিক কৌশিক মাঝি, বিশিষ্ট সমাজসেবী বিদ্যাধর মাহাতো সহ অন্যান্যরা।

শুধু নিতুড়িয়া বা আড়শাই নয় ব্লকে ব্লকে এদিন কৃষকদের কৃষি সহায়ক পরামর্শ দেয় কৃষি দপ্তর। নিতুড়িয়ায় তালিকাভুক্ত কৃষকদের হাতে মাটির স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয় কৃষি দপ্তরের পক্ষ থেকে। প্রশিক্ষন শিবিরের মাধ্যমে যে তারা বিশ্ব মৃত্তিকা দিবসের গুরুত্ব উপলব্ধি করলেন, তা স্বীকার করেছেন কৃষকরা। মাটির স্বাস্থ্য কার্ডে উল্লিখিত সুপারিশ মেনে আগামী দিনে চাষ করবেন বলে জানিয়েছেন তাঁরা।

Post Comment