নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
কোন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কটি হাতি? তাদের মধ্যে দলছুট হয়ে বেয়াড়ামি করছে কে? এবার এক ক্লিকেই মিলবে হাতিদের হালহকিকত। দক্ষিণবঙ্গ জুড়ে বুনো হাতিদের ঠিকুজি কোষ্ঠী তৈরি করছে বন দফতর। এমন অনলাইন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যাতে সেই সল্ট লেকের অরণ্য ভবন থেকে হাতিদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারা যায়। তৈরি হচ্ছে পোর্টাল। যার পোষাকি নাম wb.elephants.in। অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল অরণ্য ভবনে এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল তথা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায়। দেবল বাবু জানাচ্ছেন, “হাতি-মানুষের সংঘাত এড়াতেই এই উদ্যোগ। ওই পোর্টালের মধ্য দিয়ে হাতিরা যেখানে অবস্থান করছে সেই এলাকার গুগুল ম্যাপ সহ বিশদ তথ্য সামনে আসবে। ফলে সহজ হবে বুনো হাতিদের ওপর নজরদারি চালানো। আর বছরের শেষে বোঝা যাবে কোন এলাকায় কত হাতি স্থায়ী ভাবে বসবাস করছে। “
অনেকটা বাঘের তথ্যপঞ্জি তৈরির মতো করে এই এলিফ্যান্ট ডেটাবেস গড়ে তোলা হচ্ছে।
তথ্যপঞ্জিতে দলছুট হাতি ছাড়াও
বিভিন্ন দলের হাতিদের বিশদ বিবরণ থাকবে। নথিবদ্ধ হবে হাতিদের স্বভাব, প্রকৃতি, বয়স, ওজন, উচ্চতা, কান, লেজের ধরণ। তারা কোথায় কবে কীভাবে হামলা করেছে সেই তথ্যের পাশাপাশি থাকবে তাদের হামলায় কতজন মানুষের, কবে, কোথায় মৃত্যু হয়েছে। প্রতিদিন প্রত্যেকটি বিভাগ থেকে আসা তথ্য হাতিদের গতিবিধি অনুযায়ী আপডেট হবে।




Post Comment