insta logo
Loading ...
×

উৎসবের মাঝেও মিলছে না জল, পথ অবরোধ বরাবাজারে

উৎসবের মাঝেও মিলছে না জল, পথ অবরোধ বরাবাজারে

সঞ্জয় চৌধুরি, বরাবাজার :

চলছে রমজান মাস। ‌ সামনেই ঈদ। আর এই সময় জলসঙ্কট দেখা দিয়েছে পুরুলিয়ার বরাবাজারে। উৎসবের মরশুমে পানীয় জল না মেলায় বরাবাজারের নামোপাড়ার মসজিদের সামনে পথ অবরোধ করেন ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকায় রয়েছে প্রায় ৪০০-টি পরিবার। কিন্তু সেখানে টাইম কল রয়েছে একটি। ফলে এক বালতি করেও জল মিলছে না। এর মধ্যেই রাস্তা সম্প্রসারণের কাজ চলায় পাইপ লাইনে সমস্যা দেখা দিয়েছে। সেই জন্য পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। রবিবার সকাল আটটা নাগাদ পথ অবরোধ শুরু হয়। চলে সকাল ন’টা পর্যন্ত। টানা এক ঘন্টা বরাবাজারের নামোপাড়ার ওই এলাকা অবরুদ্ধ থাকে অবরোধের জেরে । ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। আসেন বরাবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিংহ মল্ল , বরাবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির সিংহ দেব। পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের তরফ থেকে পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস মেলার পর অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ আরিম বলেন , তাদের এলাকায় রয়েছে জলের বিরাট সমস্যা। এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা হয় সে বিষয়ে ব্যবস্থা নিক প্রশাসন।

আপাতত উৎসবের জন্য জলের ট্যাংকের যদি ব্যবস্থা করা হয় তাহলে কিছুটা হলেও সুবিধা হবে তাদের। বরাবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিংহ মল্ল বলেন , “উৎসবের এই মরশুমে জলের যে সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা আপাতত জলের একটা ট্যাঙ্কার এখানে দেওয়ার চেষ্টা করছি। এতে কিছুটা হলেও সুরাহা মিলবে।”
এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় এলাকায়। ওই এলাকার মানুষজনের পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Post Comment