বিশ্বজিৎ সিং সর্দার , বলরামপুর:
কে করবে স্কুলের রান্না? স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বন্দ্বে মিডডে মিল থেকে বঞ্চিত বিদ্যালয়ের খুদে পড়ুয়া!
ঘটনা সোমবার বলরামপুর ব্লকের সাইবুড্ডি গ্রামের উলিডি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে মিডডে মিল রান্নার দাবিতে মহিলা গোষ্ঠীগুলির দ্বন্দ্বে বিদ্যালয়ের রান্নাঘরের দরজায় তালা ঝোলালো নতুন গোষ্ঠীর মহিলারা।
মহিলাদের পক্ষে মনিকা মুর্মুর অভিযোগ, “পুরনো সাতটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রান্নার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু বাকি নতুন চারটি গোষ্ঠীকে রান্না করতে দেওয়া হচ্ছে না। যতদিন না আমদের দাবি মেনে নিচ্ছে ব্লক প্রশাসন, ততদিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ থাকবে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু দে বলেন, “বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সংখ্যা ১৫৭ জন। সোমবার মিড ডে মিল খেতো প্রায় ১২০ জন। পড়ুয়ারা মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে এতে আমরা চরম অসন্তুষ্ট। ইতিমধ্যে বিষয়টি ব্লক প্রশাসন ও স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। “
বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী জানিয়েছেন, “স্কুলে ছাত্র সংখ্যা কম তাই কোনরকম নতুন মহিলা গোষ্ঠী কাজ করার জন্য দাবি করতে পারে না। যদি তারা ফের স্কুলের রান্নাঘরে তালা ঝোলায় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। “







Post Comment