বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
বলরামপুর বংশীধর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার এই বিজ্ঞান সম্মেলনের সম্মেলন মঞ্চের নাম রাখা হয়েছিল ‘রতন মুর্মু’র নামে।
নগরের নাম রাখা হয় বিজ্ঞান সাধক এর নাম অনুসারে-‘সমর বাগচী’ নগর।
এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়। সভা পরিচালনা করেন বলরামপুর বিজ্ঞান মঞ্চের সভাপতি হিকিম চন্দ্র মাঝি। বিগত তিন বছরের বিস্তারিত বিবরণ তুলে ধরেন সম্পাদক দিলীপ ঝা। বিশেষ বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ড: নয়ন মুখার্জী।
এই অনুষ্ঠানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কর্তৃক দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত শিক্ষক চন্ডীতলা শিক্ষা নিকেতনের সমীর কুমার পালকে বিজ্ঞান মঞ্চের বলরামপুর কেন্দ্র থেকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়।

বিজ্ঞান মেধা পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হয়েছিল তাদেরকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞান সাধক সমর বাগচীকে নিয়ে সঞ্জয় অধিকারী যে বক্তব্য রাখেন তা সকলকেই স্পর্শ করে। সম্মেলনের আরেকটি নতুন দিক হল নিবেদিতা বিজ্ঞান সভা গঠন। উপস্থিত মহিলা সদস্যাদের নিয়েই তৈরি করা হল এই সভা।
শেষ লগ্নে কর্মকর্তাদের আগামী তিন বছরের জন্য নির্বাচিত করা হয়। কমিটিতে হিকিম চন্দ্র মাঝি সভাপতি এবং সম্পাদক হিসেবে দিলীপ ঝা, তাঁদের স্ব স্ব পদে পুনঃনির্বাচিত হন।
Post Comment