insta logo
Loading ...
×

সদ্যোজাতকে গলা টিপে খুন

সদ্যোজাতকে গলা টিপে খুন

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

মানুষের নৃশংসতার প্রমাণ আবারও সামনে এলো। সদ্যজাত কন্যাকে গলা টিপে খুন করা হলো। ফেলে দেওয়া হলো নদীর তীরে। বুধবার ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

মনে করা হচ্ছে খুনের প্রমাণ লোপাট করার জন্যই নদীতীরে ফেলে দেওয়া হয়েছিল শিশু কন্যার দেহ।
২০২৪ সালের ১৯ নভেম্বর ঝালদা থানার গোলা রোডে মেরহান্ড মোড়ের কাছে সাপাহী নদীর সেতুর তলায় একটি সদ্যজাত কন্যাকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সদ্যজাতকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসক ওই নবজাতিকাকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসক তাপস সিনহা জানান ওই সদ্যজাতকে গলাটিপে খুন করা হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ।

Post Comment