insta logo
Loading ...
×

নতুন কায়দায় চুরি, পুলিশ লাইনের বাঙালি পুলিশের জালে

নতুন কায়দায় চুরি, পুলিশ লাইনের বাঙালি পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বাইরে থেকে দরজায় সিটকিনি। ভোরে গৃহকর্তা ঘুম ভেঙে দেখেন ঘর বন্ধ। চিৎকারে প্রতিবেশীরা এসে খুললেন দরজা। তারপরই সামনে এল চুরির ঘটনাপঞ্জি। মফস্বল থানার বেলমা গ্রামে এক রাতেই পরপর তিনটি বাড়িতে একই কায়দায় চুরি। তদন্তে নেমে শেষ পর্যন্ত এক দুষ্কৃতিকে গ্রেফতার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত সুমিত বর্মন ওরফে ‘বাঙালি’। বাড়ি পুরুলিয়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের পুরাতন পুলিশ লাইন এলাকায়। শুক্রবার তাকে জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত ৬ সেপ্টেম্বর। পুলিশ সূত্রে খবর, সেদিন ভোরে বেলমা গ্রামের ধীরেন রজক ঘুম থেকে উঠে দেখেন দরজা বাইরে থেকে সিটকিনি বন্ধ। প্রতিবেশীদের ডেকে তিনি দরজা খোলেন। তারপর দেখা যায়, অন্য আর এক ঘরের দরজা ভাঙা। উধাও নগদ চল্লিশ হাজার টাকা, সঙ্গে কয়েক লক্ষ টাকার সোনা–রুপোর অলংকার।

একই রাতে মুসলেম আনসারি ও ধনঞ্জয় প্রামাণিকের বাড়িতেও একই কায়দায় হানা দেওয়া হয়েছিল। নগদ, অলংকার এমনকি রেশন কার্ড থেকে মোটরবাইকের নথি সব হাপিশ। তিনটি অভিযোগের ভিত্তিতে মফস্বল থানায় মামলা রুজু হয়।

তদন্তে নেমে পুলিশের হাতে আসে কয়েকটি সূত্র। সেই অনুযায়ী হানা দিয়ে পুলিশ ধরে ফেলে সুমিতকে। তদন্তকারীরা জানান, অতীতেও একাধিক অপরাধে গ্রেফতার হয়েছিল ওই যুবক। এখন তার সহযোগীরা কারা, তারা কোথায়, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

Post Comment