পুরুলিয়া মিরর ব্যুরো:
রামগড়ে ইংরেজদের বিরুদ্ধে আপস-বিরোধী অধিবেশন এর প্রাক্কালে সুভাষচন্দ্র বসুর মানভূম সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর অসুস্থ শরীরে তিনি মানভূম জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ভ্রমন করেছেন। জনসভা করেছেন। তাঁর সহযাত্রী ছিলেন অন্নদা প্রসাদ চক্রবর্তী ( স্বামী অসীমানন্দ) এবং ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির চট্টরাজ,সভাপতি সন্তোষ মিত্র। তুলিন,ঝালদা,জয়পুর, পুরুলিয়া শহর, হুটমুড়া, লক্ষনপুর, কাশিপুর, পলাশকোলা, রঘুনাথপুর শহর লধুড়কা, আনাড়া, ও ঝাঁপড়াতে তাঁর পদার্প’ন ঘটেছিল ঐ দিন। দিনটিকে স্মরণে রেখে আজ নেতাজিময় হয়ে উঠেছিল পুরুলিয়া। নেতাজি স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় নানান অনুষ্ঠান।
ঝালদা থানার তুলিন গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদার্পনের পুণ্যস্মৃতিতে আয়োজিত হয় রক্তদান শিবির।
তুলিন গ্রাম সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতির সদস্য প্রদ্যোত আশ জানান ১৯৩৯ সালের ৯ই ডিসেম্বর পুরুলিয়া জেলাতে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ১২ টি সভা করেছিলেন। যার মধ্যে তুলিন গ্রামে মাঝপাড়া আদি ষোলোআনা দুর্গা মন্দিরে ছিল একটি সভা, তাছাড়া শোনা যায় তুলিন মাতৃমন্দিরে তিনি কোন একসময় রাত্রিযাপন করেছিলেন।

তাই দিনটি স্মরণ করে আজ রবিবার তুলিন মাতৃমন্দিরে আর এস আর বিদ্যাপীঠ প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিতে তুলিন গ্রাম সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা সমিতির পরিচালনায় যেখানে পুরুষদের সাথে সাথে মহিলা থেকে কলেজ ছাত্রীরাও রক্ত দিলেন। নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। সেই উদ্দেশ্যেই আজ রক্তদান শিবির ও নেতাজির জীবনী নিয়ে চিত্র প্রদর্শন আয়োজিত হয়। সোমবার সকালে প্রভাতফেরি ও নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান ও সুভাষচন্দ্র বসুর সভাস্থলে পথসভা করা হয়।

অন্যদিকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর পুরুলিয়ার কাশিপুরে পর্দাপনকে স্মরনীয় করে রাখতে স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হল। আজ সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান হয় কাশিপুরের নেতাজি চকে। প্রথমে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন বিশিষ্ট সমাজসেবী তথা নেতাজি স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া । প্রসঙ্গত ১৯৩৯ সালের ৯ই ডিসেম্বর রামগড়ে আপস বিরোধী প্রচারে কাশিপুরে এসেছিলেন সুভাষচন্দ্র বসু। সভা করেছিলেন কাশিপুরে। নেতাজী স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, কাশিপুরে সুভাষচন্দ্র বসু এসেছিলেন, এটা আমাদের সকলর কাছে গর্বের বিষয়। নবীন প্রজন্মের কাছে সুভাষচন্দ্র বসুর কাশিপুরে আগমন অনেকের কাছে অজানা। আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে তা যুবসমাজের কাছে তুলে ধরছি।

জয়পুরে নেতাজি স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে মাল্যদান করা হয় দেশনায়কের মূর্তিতে। উপস্থিত ছিলেন সুরেশ চন্দ্র কুমার, দেবাশিস দাস প্রমুখ।পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পৌরপ্রধান নবেন্দু মাহালি।











Post Comment