নিজস্ব প্রতিনিধি , কেন্দা : তাস খেলার প্রতিবাদে কুড়ুল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এলাকার চার প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার পুরুলিয়ার কেন্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবুইজোড় গ্রামের জখম ব্যাক্তি মিলন মাহাতো। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।পলাতক অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
অভিযোগকারী মিলন মাহাতো পুলিশকে জানিয়েছেন বুধবার বিকেলে পাড়ার রাস্তায় তার বাড়ির সামনে ডিংলেস্বর মাহাতো ও তার সঙ্গীরা তাস খেলছিল। তিনি প্রতিবাদ করার তারা সেখান থেকে চলে যায়। অভিযোগ তার কিছুক্ষণ পরেই ডিংলেস্বর ও তার ছেলে প্রসেনজিৎ, ভাই পরীক্ষিত এবং ভাইপো চিরঞ্জিত তার বাড়িতে চড়াও হয়। পরিবারের সদস্যদের গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় অভিযুক্তরা তাকে মারধর শুরু করে বলে অভিযোগ। এই হামলার মাঝেই ডিংলেস্বর একটি কুড়ুল নিয়ে মিলন মাহাতোর মাথায় আঘাত করে। আর তাতেই রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment