insta logo
Loading ...
×

লটারি বিক্রেতার উপর হামলার অভিযোগে গ্রেফতার পড়শি

লটারি বিক্রেতার উপর হামলার অভিযোগে গ্রেফতার পড়শি

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

লটারি বিক্রেতার উপর হামলা চালিয়ে টাকা চুরির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দিবাকর ধীবর। তার বাড়ি রঘুনাথপুর থানার মৌতোড় গ্রামে। বুধবার মৌতোড় গ্রামের বাসিন্দা শন্সা গড়াই তার পড়শির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শন্সা গড়াই-র অভিযোগ, সোমবার তিনি লটারি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। মাঝপথে তার প্রতিবেশী দিবাকরের সঙ্গে বচসা হয় শুরু হয় তার। এরপর অভিযুক্ত যুবক তাকে গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় লোহার রড নিয়ে অভিযুক্ত দিবাকর তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। ওই আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকাকালীন তার পকেটে থাকা ৯ হাজার টাকা অভিযুক্ত ওই যুবক নিয়ে চলে যায় বলে অভিযোগ। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এই হামলার কারণে শন্সা গড়াই-র ডান চোখ নষ্ট হয়ে যায় বলে পুলিশকে জানান তিনি। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Post Comment