বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
দিনটা ছিল ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর। এইদিন পুরুলিয়ায় রাত্রিযাপন করেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তৎকালীন পুরুলিয়া পুরসভার পুরপ্রধান তথা বিশিষ্ট আইনজীবী নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের অনুরোধে নেতাজি সুভাষচন্দ্র বসু রাত্রি যাপন করেছিলেন নীলকন্ঠ নিবাসে। প্রত্যেক বছর এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়ে থাকে এখানে। এ-বছরও ২৩-শে জানুয়ারি নেতাজির ১২৯ তম জন্মদিন পালিত হচ্ছে পুরুলিয়া শহরের নীলকুঠিডাঙ্গার নীলকন্ঠ নিবাসে। নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা হয় এদিন। এছাড়াও নানানা সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় নেতাজির জন্মদিনে। কচিকাঁচাদের জন্য ছিলো বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন।

নেতাজির স্মৃতি জড়িত দিনটি নীলকন্ঠ নিবাসীদের কাছে একটা আবেগময় দিন। সারাটা বছর এইদিনের অপেক্ষায় থাকেন তাঁরা। তাঁদের কাছে এ দিন গর্বের। আগামী প্রজন্মের কাছে নেতাজির অবদান কতখানি রয়েছে তা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সরকারি সহযোগিতা পাওয়া গেলে নেতাজির সংগ্রহশালা তৈরীর পরিকল্পনা নিচ্ছেন তারা। জানালেন পরিবারের সদস্য রাজর্ষি চট্টোপাধ্যায়।
নেতাজি বিষয়ক সংগ্রহশালা তৈরীর বিষয়ে বিগত দিন থেকে চেষ্টা চলছে। পুরুলিয়া পৌরসভা বিষয়টি দেখছে। তবুও এ বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর।











Post Comment