insta logo
Loading ...

সেবা ভাবনায় প্রাণ প্রতিষ্ঠা

সেবা ভাবনায় প্রাণ প্রতিষ্ঠা

দেবীলাল মাহাত, পুরুলিয়া:

সপ্তাহ ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের স্পেশাল ক্যাম্প শেষ হল বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে।

সাত দিন ধরে চলা এই ক্যাম্পে ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা , স্বাস্থ্য পরীক্ষা, সাইবার প্রতারনা থেকে রক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রতিদিনের কার্যক্রমের মধ্যে ছিল শ্রমদান পর্ব, বৃক্ষরোপণ কর্মসূচি। সেফ ড্রাইভ,সেভ লাইভের বার্তাও দেওয়া হয়। স্বেচ্ছাসেবকরা বাড়িতে বাড়িতে গিয়ে কঠিন দাবদাহ থেকে সাবধান থাকার বার্তা দিয়ে ওআরএস প্রদান করে।

সাথে সাথে অনুষ্ঠিত হয় নাচ, গান, আবৃত্তি,নাটক। ক্যাম্পের শেষ দিন কলেজের টিচার ইন চার্জ ডঃ চন্দ্র কান্ত পান্ডা স্বেচ্ছাসেবকদের উদ্দেশে জাতীয় সেবা প্রকল্পের বিষয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তৃত আলোকপাত করেন। কলেজের জাতীয় সেবা প্রকল্পের ইউনিট ২ প্রোগ্রাম অফিসার ডঃ প্রীতম রুজ জানান, “সাফল্যের সাথে সপ্তাহব্যাপী চলা স্পেশাল ক্যাম্পের সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড লাগাতার চলবে। স্বেচ্ছাসেবকরা এই সাত দিনের স্পেশাল ক্যাম্পে যে যোগ্যতার পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এই ক্যাম্পের মাধ্যমে তারা অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে।”

Post Comment