insta logo
Loading ...
×

নাম নেই আবাস তালিকায়, তালার পর তালা পঞ্চায়েতে পঞ্চায়েতে

নাম নেই আবাস তালিকায়, তালার পর তালা পঞ্চায়েতে পঞ্চায়েতে

অমরেশ দত্ত ও তাপস কুইরি :

আবাস যোজনার সমীক্ষায় নাম নেই যোগ্য মানুষদের। এবার পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল জনগণ মানবাজার এক নম্বর ব্লকের ধানাড়া গ্রামের বাসিন্দারা পঞ্চায়েতে ঝোলালেন তালা। বিক্ষোভের জেরে পঞ্চায়েতের কাজ এক প্রকার বন্ধই হয়ে যায়। গ্রামবাসীদের দাবি , সমীক্ষার সময় তাদের নাম তোলা হলেও যে তালিকা বার হয়েছে সেখানে তাদের নাম নেই। তারা গরীব অসহায় হওয়া সত্ত্বেও তাদের নাম না থাকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। সিপিআইএম দ্বারা পরিচালিত ধানাড়া গ্রাম পঞ্চায়েত। তাই এই পঞ্চায়েতে গরিব ও অসহায় মানুষেরা আবাসের তালিকা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন মানবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ দিলীপ কুমার পরামানিক।

এদিন বিডিওর আশ্বাসে পরে তালা খুলে দেন গ্রামবাসীরা। বিডিও দেবাশীষ ধর বলেন, অভিযোগ জানাতে বলেছি। যে অভিযোগগুলি আসবে স্বচ্ছতা ও মানবিকতার সঙ্গে বিচার করব।
একইভাবে আবাসের তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারাও। পঞ্চায়েত অফিসের ভেতরেই আটকে রাখা হয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত প্রতিনিধি ও আধিকারিকদের। সম্প্রতি আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে সিন্দরী অঞ্চলের বহু দরিদ্র গ্রামবাসীর নাম নেই সেখানে। আর তাতেই রীতিমত ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের রোষের মুখে পড়ে দীর্ঘক্ষণ পঞ্চায়েত অফিসের ভেতরে আটকে ছিলেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের অন্যান্য
আসেন বিডিও। তাঁর সঙ্গে কথা বলে তালা খুলে দেওয়া হয়।
মানবাজার ১ নং ব্লকের বারমেশ্যা রামনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকার মহিলা পুরুষরা। তাদের দাবি আবাস যোজনার লিস্টে নাম ছিল তাদের। সে নাম কেটে দেওয়া হয়েছে। যাদের পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে এবং যাদের কাঁচা বাড়ি তাদের নাম কাটা হয়েছে।
স্থানীয় বাসিন্দা উত্তম ব্যানার্জি বলেন, এক ব্যক্তির নামে দুবার ঘর আসছে। অথচ যাদের দরকার তারা বাদ পড়ছেন।
সেই অভিযোগ তুলে তারা আজ পঞ্চায়েতের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।বিক্ষোভের জেরে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে এসে পৌঁছয় পুঞ্চা থানার পুলিশ। পুলিশ এসে তালা খুলে দেয়।

Post Comment