নিজস্ব প্রতিনিধি , ঝালদা:
পুরুলিয়ার ঝালদা থানার ডুড়গি গ্রামে এক রহস্যঘেরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । গ্রামের বছর ঊনত্রিশের যযুবক খগেন্দ্রনাথ মাহাত রবিবার সকালে প্রতিদিনের মতো গবাদি পশুর খাবার সংগ্রহ করতে পাশের কুলাজাঙ্ঘা জঙ্গলে যান। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার ও স্থানীয়রা দুই দিন ধরে পুরো জঙ্গলে তল্লাশি চালান, কিন্তু খগেন্দ্রনাথের সন্ধান মেলেনি। বাধ্য হয়ে পরিবার ঝালদা থানায় নিখোঁজ ডায়েরি করে।
চার দিন পর হঠাৎ খবর আসে, ডুড়গি গ্রামের পাশের সপাই নদীর সেতুতে খগেন্দ্রনাথকে বসে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী কাজল মুখার্জি জানান, রাস্তার কাজ করার সময় আচমকা জঙ্গল থেকে প্রচণ্ড গতিতে এক যুবক দৌড়ে বেরিয়ে আসে। কাছে গিয়ে দেখেন, সে নিখোঁজ খগেন্দ্রনাথই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবারকে।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কয়েক ঘণ্টা পর তাঁর জ্ঞান ফিরে আসে। পরিবারের পক্ষ থেকে চক্রধর মাহাত বলেন, ভাইপো খগেন্দ্রনাথ শারীরিকভাবে সুস্থ। কেন এবং কীভাবে চার দিন জঙ্গলে কাটালেন তা বলতে পারছেন না খগেন্দ্রনাথ। এই অদ্ভুত ঘটনায় গ্রামজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।











Post Comment