নিজস্ব প্রতিনিধি, বোরো: খালে মিলল এক ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার সকালের ঘটনা। চাঞ্চল্য পুরুলিয়া জেলার বোরো থানার সিমটুনি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম লম্বোদর মান্ডি (৫৮)। সিমটুনি গ্রামেই তার বাড়ি। সোমবার গ্রামের একটি ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন ওই ব্যক্তি। আর বাড়ি ফেরেননি তিনি। মঙ্গলবার একটি খাল থেকে তার দেহ উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাণ ছিল না দেহে। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
Post Comment