নিজস্ব প্রতিনিধি , বরাবাজার: এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বরাবাজারে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার বানবীর গ্রামে। মঙ্গলবার সকালে নিজের বাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ডাক্তার ওরাং। বয়স আনুমানিক ২৪ বছর। পরিবারের দাবি , এদিন সকালে ওই যুবক বাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়েছিল। পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। যুবককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার প্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment