দেবীলাল মাহাত, আড়শা:
হলুদ রঙায় রঙিন অযোধ্যা পাহাড়তলি। পুরুলিয়ার আড়শার পাহাড়তলির মাঠ, জমিতে চোখ রাখলেই শুধু হলুদের ছোঁয়া। কে যেন হলুদ রঙে রাঙিয়ে দিয়েছে চারদিক। এ হলুদ রঙা যে সর্ষের। আর এর থেকেই প্রমান জঙ্গলমহল পুরুলিয়ায় তৈলবীজ চাষের ক্ষেত্র বাড়ছে। শুধু তাই নয় এ তো বিকল্প চাষে উৎসাহ। যাকে বাহবা জানাচ্ছে কৃষি দপ্তর।
হৃষ্টপুষ্ট সর্ষে গাছ গুলি, শুঁটিতে সর্ষের ভারে নুইয়ে পড়ছে। সেই হলুদ চাষের জমি দেখে খুশি চাষিরা। খুশি আড়শা ব্লকের কৃষি আধিকারিকরা। তৈলবীজ শস্যের মধ্যে অন্যতম হলো সর্ষে। বেশ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ভাবে সর্ষে চাষ হয়ে থাকলেও, আড়শা ব্লকে তেমন একটা চাষ হতো না। বেশিরভাগ কৃষক ধান চাষের উপর নির্ভরশীল। এই ছবির পরিবর্তন ঘটানোর লক্ষ্যে এগিয়ে আসে আড়শা ব্লক কৃষি দফতর। ব্লকের কৃষকদের সর্ষে চাষে উৎসাহিত করতে
গ্রামে গ্রামে গিয়ে শুরু করেন কর্মশালা। দেওয়া হয় বি-৫৪,বি ৯, ক্রেসরি গোল্ড , জে কে সিড প্রভৃতি উন্নত প্রজাতির সর্ষে বীজ। আর প্রথম বারেই এই প্রজাতির সর্ষে চাষ করে সাফল্য পেল আড়শা ব্লক কৃষি দফতর। স্বাভাবিকের থেকে ফলন হয়েছে দ্বিগুণ। হাসি ফুটেছে সর্ষে চাষিদের মুখেও।
আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা কৌশিক মাঝি জানান, ” এবছর আড়শা ব্লকে ৪৫০ হেক্টর জমিতে সর্ষে চাষ হচ্ছে। যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। আবহাওয়া অনুকূল থাকায় ফলন ও ভালো হয়েছে। বাড়ির চাহিদা মেটানোর পাশাপাশি তা বাজারে বিক্রি করতে পারবেন চাষিরা। তিনি আরও জানান, গ্রামে গ্রামে গিয়ে সর্ষে চাষে উৎসাহিত করার জন্য কর্মশালা করা হয়েছিল। সেই কর্মশালা গুলি করার ফলে চাষিদের মধ্যে ভালো সাড়া মিলেছে। আর তাতেই মিলেছে সাফল্য। আগামী দিনে আরও চাষিদের উৎসাহিত করার জন্য কর্মশালা করা হবে বলে তিনি জানান।
Post Comment