insta logo
Loading ...
×

আয়ের নতুন দিশায় মাশরুম চাষে তাক লাগালো কচিকাঁচারা

আয়ের নতুন দিশায় মাশরুম চাষে তাক লাগালো কচিকাঁচারা

অমরেশ দত্ত, মানবাজার:

আয়ের নতুন দিশা দেখাচ্ছে মাশরুম চাষ। পুরুলিয়া জেলা উদ্যান পালন দপ্তর এবং মানবাজার ১ নং ব্লক প্রশাসনের সহযোগিতায় ৫০০ সিলিন্ডার মাশরুম চাষ করে তাক লাগালো খুদেরা। গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ও পড়ুয়াদের মায়েদের কায়িক শ্রমে প্রথম দফায় প্রায় ১৫ কুইন্টাল মাশরুম তোলা হলো এই উৎপাদন ক্ষেত্র থেকে। এর পর আরও দুই দফায় আরো বেশ কয়েক কুইন্টাল মাশরুম মিলবে বলে জানান উদ্যান পালন দপ্তরের জেলা উদ্যান পালন আধিকারিক ড. কৃষ্ণেন্দু নন্দন। প্রকল্পের দায়িত্বে থাকা দুই আধিকারিক অসীম মিশ্র ও সঞ্জীব মাহাতো জানান, দরিদ্র মায়েদের বিকল্প রোজগারের দিশা দেখাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র উল্লেখ করেন, স্কুলের শিশুরা ও তাদের মায়েরা যৌথ ভাবে যে মাশরুম চাষ করেছেন তা যেমন স্কুলের মিড ডে মিলে ব্যবহৃত হবে, তেমনি যে মায়েরা কায়িক শ্রম দিলেন, তারা নিজেদের বাড়িতেও পুষ্টির জন্য নিয়ে যেতে পারবেন। ভবিষ্যতে মায়েরা এই কাজকে জীবিকা হিসাবেও গ্রহণ করতে পারেন। নিজেদের হাতে মাশরুম ফলিয়ে খুব তৃপ্তি সহকারে মিড ডে মিল খেয়ে বেজায় খুশি নমিতা মুর্মু, জয়া মাঝি, সৌরভ হাঁসদা সহ স্কুলের সকল পড়ুয়া।

Post Comment