insta logo
Loading ...
×

প্রেমের ফাঁদে খুন, ২ তরুণী সহ ধৃত ৩

প্রেমের ফাঁদে খুন, ২ তরুণী সহ ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়া শহরের গোশালা রেল কালভার্টের নিচে পড়েছিল যুবকের লাশ। মঙ্গলবারের সেই ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা রহস্যের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হলো তিনজনকে। হত্যার মোটিভ?
ত্রিকোণ প্রেম। লাভ ট্রায়েঙ্গেলের জেরেই খুন করা হয়েছে পুরুলিয়া শহরের নডিহা মিষ্টি মহল এলাকার বাসিন্দা যুবক সুরেশ সূত্রধর(২২)কে।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম চুমকি পাণ্ডে,তার দিদি কুমকুম পাণ্ডে ও ইমরান আনসারি। প্রথম দুজনের বাড়ি পুরুলিয়া শহরের চুনাভাট্টি এলাকায়। ইমরানের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার বাঘড়া গ্রামে।

সোমবার রাতে গোশালা রেল গেটের অদূরে একটি কালভার্টের কাছে দীর্ঘক্ষণ ধরে একটি মোটর বাইক দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষজনের। খবর পেয়ে পৌঁছায় পুলিশ। খোঁজ শুরু করার পর মঙ্গলবার কাকভোরে পুরুলিয়া সদর থানার পুলিশ ও দমকলের কর্মীরা ওই যুবকের দেহটি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মৃতের মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পুলিশ অনুমান করেছিল তাকে খুন করা হয়েছে। মঙ্গলবার মৃত যুবকের বাবা স্বপন সূত্রধর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।যার ভিত্তিতে সদর থানার পুলিশ ৬ জনের নামে ও অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুন ও প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করে। স্বপন সূত্রধর জানিয়েছিলেন, সোমবার তার ছেলে মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর মঙ্গলবার ভোর রাতে পুলিশের কাছ থেকে ঘটনার খবর জানতে পারেন তিনি।

তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন ত্রিকোণ প্রেমের বলি হয়েছেন ওই যুবক। তাঁরা জানতে পারেন ওই যুবকের সঙ্গে একটি মেয়ের প্রেম ছিল। সম্প্রতি তাদের মাঝে ঢুকে পড়ে ইমরান। ইমরানের কারণে সুরেশকে আর পাত্তা দিচ্ছিল না ওই তরুণী। অভিযোগ, দিন কয়েক আগে এই নিয়ে সুরেশ ও ইমরানের মধ্যে ঝামেলাও হয়। আর তারই পরিণতি সুরেশের ক্ষতবিক্ষত মৃতদেহ। পুলিশী তদন্তে জানা গেছে, ওই যুবককে ডেকে নিয়ে গিয়ে পাথর দিয়ে এলোপাথাড়ি আঘাত করে খুন করা হয়। প্রমাণ লোপাটের জন্য দেহটি রেলের কালভার্টে ফেলে দেওয়া হয়েছিল। শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। তাদের রিমান্ডে নিয়ে তদন্তের গতি বাড়াতে চাইছে পুলিশ।

Post Comment