নিজস্ব প্রতিনিধি, পাড়া: কাড়া লড়াই দেখতে গিয়ে খুন। মৃতের নাম সহদেব রায় (৫৪)। বাড়ি পুরুলিয়া জেলার পাড়া থানার বাগালিয়া গ্রামে। সোমবার পুরুলিয়া মফস্বল থানার নররা গ্রামে কাড়া লড়াইয়ের আসর বসেছিল। ওই মেলা দেখতেই সহদেব বাবু সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। আর বাড়ি ফেরেননি তিনি।পরিবারের লোকজন খোঁজ শুরু করে। অনেক পরে স্থানীয় একটি ধান জমিতে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সহদেব বাবুর মৃতদেহ। পরিবারের দাবি গলায় যে গামছা দিয়ে ফাঁস লাগানো হয়েছিল সেটি তার। তবে সাইকেলটি উধাও। পুরুলিয়া মফস্বল থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।










Post Comment