পুরুলিয়া মিরর ব্যুরো :
পিকনিক মরশুমে একের পর এক দুর্ঘটনা জেলা জুড়ে। শুক্রবার কোটশিলা থানার শ্যামপুরে এক মোটরসাইকেল আরোহী বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন। তাকে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার লালপুর পুঞ্চা রাস্তায় বড়গ্রামে মদ্যপ অবস্থায় ইলেক্ট্রিক পোলে ধাক্কা মারেন এক ব্যক্তি। তাকে হুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
বেপরোয়া গাড়ি চালিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলেন এক বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার কেন্দা থানার পুয়াড়া গ্রামের কাছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই এমন দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। তাকে চাকোলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
Post Comment