নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
ইট বোঝাই ট্রাক্টর উলটে বিপত্তি। জখম হয়েছেন ট্রাক্টরে থাকা ৬ মহিলা শ্রমিক। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার কেন্দা থানার চন্দনপুর গ্রামের রাস্তায়। জখম মহিলা শ্রমিকরা প্রত্যেকেই শবর সম্প্রদায়ের বলে জানা গেছে। তাদের বাঁকুড়ায় ভর্তি করা হয়েছে।
অন্যদিকে এদিনই পুরুলিয়া টাটা রাস্তায় রুচিকা ধাবার কাছে একটি অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হয়েছেন এক বাইক আরোহী। তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
শুক্রবারই বাইকের ধাক্কায় মাথায় চোট পান এক সাইকেল আরোহী। দুর্ঘটনাটি ঘটে কাশিপুর থানার হাঁড়িভাঙা জঙ্গলে। আহত সাইকেল আরোহী সদানন্দ মাহাতো এই থানারই গামারকুড়ি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাকে কল্লোলি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।










Post Comment