insta logo
Loading ...
×

পুরুলিয়ায় ছট উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ

পুরুলিয়ায় ছট উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আলোকসজ্জায় সেজে উঠেছে পুরুলিয়া জেলা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়েছে ছট উৎসবের প্রস্তুতি। এই পবিত্র উপলক্ষকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ঘাটে যাতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে সাত সকালে পুরুলিয়ার একাধিক পুষ্করিণী ঘাট পরিদর্শন করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

প্রথমে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সাহেব বাঁধ পরিদর্শনে যান তিনি। সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি, শহর মণ্ডল সভাপতি, মহিলা মোর্চা নেত্রী সহ দলের বহু কর্মী-সমর্থক। সেখানে পৌছেই ঘাটের পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, রাস্তার অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। প্রতি বছর এই সাহেব বাঁধের পাড়ে হাজার হাজার ভক্ত ভিড় জমান সূর্যদেবতাকে অর্ঘ্য নিবেদন করতে। সঙ্গে থাকে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ীদের অস্থায়ী দোকান।

সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন,“ছট শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, এটি পুরুলিয়ার সামাজিক সম্প্রীতির প্রতীক। বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার মানুষ একসঙ্গে এই উৎসব উদযাপন করেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা চেষ্টা করছি যাতে সকল ভক্ত নির্বিঘ্নে ছট সম্পন্ন করতে পারেন।”
এরপর তিনি শহর লাগোয়া কংসাবতী নদীঘাটে যান এবং সেখানেও পরিষ্কার- পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তা ও আলোবাতির ব্যবস্থা পরিদর্শন করেন। স্থানীয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেন।

পুরুলিয়ার ইতিহাসে ছট উৎসবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। একসময় এই এলাকা মানভূম জেলা হিসেবে তৎকালীন বিহারের অন্তর্ভুক্ত ছিল। এখনো জেলার বড় অংশে বিহার ও ঝাড়খণ্ডের মানুষের বসবাস। তাই ছট পুরুলিয়ার সাংস্কৃতিক মেলবন্ধনের উৎসব হিসেবেই প্রতিষ্ঠিত।

Post Comment