নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়ার দুবেশ্বরী কোলিয়ারির আন্দোলনে পুরোভাগে অংশ নিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। কিছুদিন ধরেই জেলার খনি অঞ্চল নিতুড়িয়ার দুবেশ্বরি কোলিয়ারি বেসরকারিকরণের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চলছে। একযোগে সমস্ত শ্রমিক সংগঠন বেসরকারীকরনের প্রতিবাদে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। বাম-ডান-গেরুয়া সমস্ত শ্রমিক সংগঠন বেসরকারিকরনের বিরুদ্ধে এক হয়ে লড়ছে। যা এই খনি অঞ্চলে কার্যত নজিরবিহীন। আর এবার সেই আন্দোলনে পুরোভাগে অংশ নিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। বুধবার দুবেশ্বরী কোলিয়ারির প্রধান দরজার সামনে মঞ্চ বেঁধে প্রতিবাদ সভা হয়। ওই সভায় হাজির থেকে এই কোলিয়ারি বেসরকারিকরণের হাত থেকে বাঁচানোর কথা বলেন সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি কেন্দ্র সরকার পুরুলিয়ার নিতুড়িয়ার দুবেশ্বরী কোলিয়ারিকে বেসরকারিকরণ করতে চাইছে । আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন এই বেসরকারিকরনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করতে। আমি সেই কারণে এখানে এসেছি। “
বেশ কিছুদিন ধরে এই বেসরকারিকরনের বিরুদ্ধে প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল এবং কোলিয়ারির সামনে অবস্থান বিক্ষোভ চলছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা তৃণমূল নেতা তথা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি
শান্তিভূষণপ্রসাদ যাদব বলেন, ” গত বছর পুজোর আগেও এই কোলিয়ারিকে বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল। আমরা আন্দোলন করে রুখে দিই। এবারও আমরা আন্দোলনের মধ্য দিয়ে বেসরকারি হাতে যেতে দেব না। সমস্ত শ্রমিক সংগঠন নিয়ে আমাদের আন্দোলন চলছে। ” তবে চলতি মাসের ২০ তারিখ ওই কোলিয়ারিতে নোটিশ পড়ে। নোটিসে লেখা রয়েছে ১ অক্টোবর থেকে বেসরকারিকরনের কথা। তারপরেই আন্দোলন আরও তীব্রতর হয় এই খনি অঞ্চলে। দুবেশ্বরির পাশাপাশি পারবেলিয়া কোলিয়ারিকেও বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ। এই আন্দোলনে ওই কোলিয়ারির শুধু কর্মীরা নন। এই কোলিয়ারি গড়তে যারা জমি দিয়েছেন, সেই জমিহারা পরিবারগুলিও অংশ নেন। বুধবার প্রতিবাদ সভায় পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ছিলেন। ওই কর্মসূচিতে অংশ নেয় নিতুড়িয়া দুবেশ্বরী কোলিয়ারি দুর্গাপুজো কমিটির সকল সদস্যরাও।











Post Comment