নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া : একেবারে নিজের বাড়ির সামনে থেকে বাইক চুরি! ঘটনা পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায়। নিতুড়িয়ার লালন লায়েকের অভিযোগ, গত রবিবার সন্ধ্যায় তিনি মোটর বাইকটি রেখে বাড়ির ভেতরে যান। জোর সে জোর আধ ঘন্টা ভেতরে ছিলেন। বেরিয়ে দেখেন তার বাইকটি উধাও। লক করে রাখা মোটর বাইক উধাও হলো কীভাবে বুঝতে পারছিলেন না তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Post Comment