নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
মহিষ নিয়ে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় জখম পথচারী ও তার মহিষ। ঘটনা সোমবার সন্ধ্যায়
কেন্দা থানার সর্দারডি ভাঠি মোড়ের সামনে। নিজের মহিষ নিয়ে বাড়ি ফিরছিল রাধিকা মাহাতো। সেই সময় সর্দারডি মোড় থেকে একটি বাইক এসে সজোরে তাদের ধাক্কা মারে। বাইক আরোহীর নাম দুর্গা মুর্মু। সেও আহত হয়। কেন্দা থানার পুলিশ রাধিকা মাহাতো ও দুর্গা মুর্মুকে রাজনোয়াগড় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। মহিষের দুটি পা ভেঙে গেছে।
Post Comment