নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
নিজের মাকেই ছুরি দিয়ে আঘাত করে খুন করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে পুঞ্চা থানার অন্তর্গত ছিরুডি অঞ্চলের পোড়াডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দীপালি দুয়ারী ( ৬২) । অভিযুক্ত বড় ছেলে বছর আটত্রিশের শ্যামল দুয়ারী।ওই যুবক দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চালাত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাড়ির মধ্যেই কোনও কারণে মা ও ছেলের মধ্যে বচসা বাধে। এরপরই শ্যামল ছুরি দিয়ে তার মাকে আঘাত করে ও চড়-থাপ্পড় মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণ পরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপালি দেবীর। খবর পেয়ে সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পুঞ্চা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শুরু করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।









Post Comment