নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:
রহস্যজনক ভাবে নিখোঁজ মা ও ছেলে। সোমবার নিখোঁজ মহিলার স্বামী পুরুলিয়া জেলার সাঁওতালডি থানায় অভিযোগ দায়ের করে জানান, স্থানীয় যে বেসরকারি স্কুলে তাঁর স্ত্রী শিক্ষকতা করেন, সেই বিদ্যালয়ে পড়ে তাঁর পাঁচ বছরের ছেলে। সোমবার ছেলেকে নিয়ে স্কুলে যান তাঁর স্ত্রী। কিন্তু দুপুরে বাড়ি ফেরেননি তাঁরা। স্ত্রীকে ফোন করলে ওই মহিলা তার স্বামীকে জানান তিনি ছেলেকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন। তাড়াতাড়ি ওই চিকিৎসকের কাছে পৌঁছান ওই ব্যক্তি। সেখানে গিয়ে রহস্য ঘনীভুত হয়। তিনি জানতে পারেন তাঁর স্ত্রী বা ছেলে কেউ সেখানে আসেননি। আর তাঁর স্ত্রীর মোবাইল ফোনও বন্ধ। ফলে উদ্বেগে পড়েছে ওই পরিবার। পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি অপহরণের মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment