অমরেশ দত্ত , কেন্দা :
অতিরিক্ত মোবাইল দেখত ছেলে। তাকে ধমক দেওয়ায় আত্মঘাতী হয়েছিল সে৷ আর ছেলের মৃত্যু শোক সইতে না পেরে আত্মঘাতী হলো মা-ও। ঘটনা পুরুলিয়া জেলার কেন্দা থানার হরিপুর গ্রামে। অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে বারণ করায় গত রবিবার নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ক্লাস সেভেনে পড়া ১২ বছর বয়সী এক বালক বাপি প্রামানিক। শুধুমাত্র মোবাইল ব্যবহার করতে বারণ করায় ছেলে এমন ঘটনা ঘটিয়ে ফেলবে তা কল্পনাও করতে পারেনি মা সুশীলা প্রামাণিক। আত্মগ্লানিতে ভুগে ছেলের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মঙ্গলবার আত্মঘাতী হলো সে। অন্তত তেমনটাই অনুমান করছেন পরিবারের সদস্যরা। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা সুশীলা প্রামাণিক(৪২)কে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে এই অবস্থায় দেখে তৎক্ষণাৎ তার গলার ফাঁস খুলে তাকে গাছ থেকে নামানো হয়। খবর দেওয়া হয় কেন্দা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতাল ও মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দা থানার পুলিশ। পরপর ছেলে ও মায়ের অকাল মৃত্যুতে শোকোস্তব্ধ পরিবার।
Post Comment