নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
মর্মান্তিক দুর্ঘটনায় বাসের ধাক্কায় ছেলে ও মায়ের মৃত্যুর ঘটনায় বাস চালককে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিশাল বাউরি পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের যমুনাবাঁধ এলাকার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় ঝালদার কাঁড়বাইদ গ্রাম থেকে ঝাড়খন্ডে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে মা শমলা ওরাং (৪৫)কে মোটরবাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিল ছেলে মহেশ ওরাং (১৯)।
কিন্তু পথে পুরুলিয়া – ঝালদা সড়কে কোটশিলা থানার জবরাগোড়া এলাকায় উল্টোদিক থেকে এক যাত্রীবাহী বাস এসে ওই বাইকটিকে ধাক্কা মারে। তাদের মৃত্যু হয়। বাস স্থানীয় একটি লাইন হোটেলে থামিয়ে সেখান থেকে পালিয়ে যায় চালক। রবিবার রাতে মৃতদের পরিবারের তরফ থেকে কোটশিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ রোববার গভীররাতে কোটশিলা বাজার এলাকা থেকে ঘাতক বাসের চালককে গ্রেফতার করে। সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
Post Comment