insta logo
Loading ...
×

মোন্থার প্রভাবে বৃষ্টি পুরুলিয়ায়, বুধবারও চলবে বৃষ্টি

মোন্থার প্রভাবে বৃষ্টি পুরুলিয়ায়, বুধবারও চলবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পূর্বাভাস মিলল। মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মোন্থা’। আর তার প্রভাব এসে পৌঁছল পুরুলিয়াতেও। মঙ্গলবার বিকেল গড়াতেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও ভারী।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সারাদিন বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে। নভেম্বরের ১ তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আর নেই বলে জানানো হয়েছে।

▪️জেলায় বৃষ্টিপাতের পরিসংখ্যান (২৮ অক্টোবর ২০২৫):
হাতোয়াড়া – ৭.০ মিমি
জয়পুর – ৮.২ মিমি
ঝালদা – ১০.২ মিমি
বাঘমুন্ডি – ১৫.২ মিমি
মানবাজার – ২০.০ মিমি
বলরামপুর – ৩০.২ মিমি
বরাবাজার – ২৩.০ মিমি
নিতুড়িয়া – ২৪.৪ মিমি
সাঁতুড়ি – ৪৫.৪ মিমি
পুঞ্চা – ৩০.৮ মিমি
হুড়া – ১৭.২ মিমি
কাশিপুর – ২৭.৪ মিমি
পাড়া – ৩৭.৪ মিমি

▪️গড় বৃষ্টিপাত – ২২.৮ মিমি

▪️তাপমাত্রা:
সর্বোচ্চ – ৩২.০° সেলসিয়াস
সর্বনিম্ন – ২২.১° সেলসিয়াস

Post Comment