নিজস্ব প্রতিনিধি , ঝালদা
বাইকের ডিকি ভাঙল চোর। টাকা নিয়ে দিল চম্পট। গোটা দৃশ্যই ধরা পড়লো ঝালদা পৌরসভার সি সি টিভিতে। মঙ্গলবার ঝালদা থানার একটি রাষ্ট্রায়ক্ত ব্যাঙ্কের সামনে ঘটেছে ঘটনাটি। বাইকের মালিক ঝালদার ব্রজপুর গ্রামের টুপেশ্বর প্রসাদ গঁরাই জানান, “আমি ধান ব্যবসায়ী। স্টেটমেন্ট নেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে ঝালদাপৌরসভা চত্বরের ভেতরে থাকা ব্যাঙ্কে আসি।

মোটরসাইকেল ব্যাঙ্কের সামনে রেখে ব্যাঙ্কে যাই। ব্যাঙ্ক থেকে বেরিয়ে দেখি ডিকি খোলা। ডিকিতে রাখা তিন লক্ষ তিরাশি হাজার নয়শত টাকা উধাও।”
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝালদা থানার পুলিশ। পৌরসভার সি সি টিভি ফুটেজে দেখা যায় একজন সেই বাইকের ডিকি থেকে একটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। দিনে দুপুরে এরকম ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে পৌর শহর জুড়ে।
Post Comment