insta logo
Loading ...
×

মোবাইল হাপিশ, ফাঁকা অ্যাকাউন্ট

মোবাইল হাপিশ, ফাঁকা অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিনিধি : বলরামপুর :

সেই একই ছক। ‘হারিয়ে’ গেল মোবাইল। আর সেই মোবাইল ব্যবহার করে এক যুবকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। এবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুরে। বিষয়টি বুঝতে পেরেই মঙ্গলবার বলরামপুর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে প্রতারিত ওই যুবক পুলিশকে জানিয়েছেন ২০২৪ সালের ১৭ ডিসেম্বর বলরামপুর বাজারে তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। ব্যাংকের তথ্য ও আধার কার্ডের তথ্য ছিল সেই ফোনেই। সোমবার ব্যাংকে গিয়ে ওই যুবক জানতে পারেন গত ১৮ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কয়েক ধাপে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লাখ ১৯ হাজারের বেশি টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
মোবাইল উধাও থেকে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার ঘটনা কিন্তু এই প্রথম নয়। গত ৬মাসের মধ্যে বেশ কয়েকটি কেস নথিবদ্ধ হয়েছে পুরুলিয়ার বিভিন্ন থানায়। কখনও মানবাজার, কখনও পুরুলিয়া শহর, কখনও আনাড়া রেল বাজার। আর এবার বলরামপুর। সন্দেহ করা হচ্ছে যে বিশেষ চক্র রয়েছে ঘটনাগুলোর পিছনে।

Post Comment