insta logo
Loading ...
×

ভোর রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি দক্ষিণ পুরুলিয়ায়, নেই ক্ষয়ক্ষতি

ভোর রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি দক্ষিণ পুরুলিয়ায়, নেই ক্ষয়ক্ষতি

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক: সুপার সাইক্লোন ডানার পরোক্ষ প্রভাবে শুক্রবার ভোর রাত থেকেই মাঝারি বৃষ্টি শুরু হয় দক্ষিণ পুরুলিয়ায়। সেই সঙ্গে বইতে থাকে ঝড়ো হাওয়া। তবে সকাল হতেই বৃষ্টি হালকা হয়ে যায়। তবে ঝড়ো হাওয়া ছিলই। অন্যদিকে পুরুলিয়া শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হয়। তবে দক্ষিণ পুরুলিয়া সহ সমগ্র জেলায় কোন ক্ষয়ক্ষতির খবর নেই। কিন্তু আবহাওয়া বদলের জেরে জেলার অধিকাংশ মানুষজনই কার্যত ঘর বন্দি। ট্রেনে বাসে সেভাবে ভিড় নেই। রাস্তায়, শপিংমল, বাজারেও ভিড় কম। বান্দোয়ানের বিডিও রুদ্রাশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোরের দিকে মাঝারি মাপের বৃষ্টি হয়েছিল l ঝোড়ো হাওয়াও বইতে দেখা যায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি প্রায় ঠিক। কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর নেই।”
গত ২৪ ঘন্টায় জেলায় স্বাভাবিক বৃষ্টিপাতের গড়
১২.০৬ মিলিমিটার। সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। গত ২৪ ঘন্টায় বাতাসের গতিবেগ ০.৭৯ কিমি।

আমন চাষ ও সবজিতে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল সেই চাষাবাদের ক্ষেত্রেও কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে আমন ধান পড়ে গেলেও
তা উল্লেখযোগ্য নয় বলেই কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতি নেই সবজি চাষেও। বলা যায় সুপার সাইক্লোনের পরোক্ষ প্রভাব জঙ্গলমহলের এই জেলায় আরেকটা ‘রেনি ডে’ হিসাবেই উপভোগ করছেন সাধারন মানুষজন। তবে বান্দোয়ান নিয়ে খানিকটা চিন্তায় ছিল পুরুলিয়া জেলা প্রশাসন। এই ডানা-র জন্য যে কটি জেলাকে রাজ্য সতর্ক করেছিল তার মধ্যে ছিল বাঁকুড়া ও ঝাড়গ্রাম। এই দুই জেলা ছুঁয়ে রয়েছে বান্দোয়ান। তাই ওই ব্লকে বাড়তি সতর্কতা অবলম্বন করে পুরুলিয়া জেলা প্রশাসন। ভোরের দিকে মাঝারি মাপের বৃষ্টিতে বান্দোয়ান ব্লকের কুমড়া গ্রাম পঞ্চায়েতের শবর পাড়ার মানুষজন যাতে কোন অসুবিধায় না পড়েন তাই বিডিও-র নেতৃত্বে একটি টিম তাদেরকে শুকনো খাবার বিলি করছে। বান্দুডাবর, কেন্দাপাড়া এলাকায় প্রশাসনের তরফে চিড়ে, গুড় সহ নানান শুকনো খাবার তুলে দেওয়া হচ্ছে।

ডানার ঝাপটাতে পুরুলিয়ায় বৃষ্টির খতিয়ান

পুরুলিয়া ২ ব্লক ৪.২, জয়পুর ৭.২, ঝালদা ৩.৭, বাঘমুন্ডি ৩.৬, মানবাজার ২৮.৮, বলরামপুর ১৯.৭, বরাবাজার ২৪.৪, নিতুড়িয়া ১২.৪, সাঁতুড়ি ৬, পুঞ্চা ১০.২, হুড়া ১৮.৬, কাশিপুর ১২.৮, পাড়া ৫.২ মিলিমিটার

( তথ্য ও সূত্র :পুরুলিয়া কৃষি দপ্তর, বৃষ্টির পরিমাপ মিলিমিটারে )

Post Comment