দেবীলাল মাহাত, কাশিপুর :
এ যেন আইপিএল-এর ক্ষুদ্র সংস্করণ। জিপিএল। কাশিপুর ব্লকের তালাজুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে আয়োজিত হলো গৌরাঙ্গডি প্রিমিয়ার লিগ সিজন ১ ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক গৌরাঙ্গডি প্রিমিয়ার লিগ কমিটি। মাঠের চারপাশে ‘মোবাইল ছাড়ো,মাঠে নামো ‘ সবার নজর কাড়ে। এই সচেতনতার বার্তা সাউন্ড সিস্টেমেও প্রচার করা হয়। যা নজর কাড়ে সকলের। তিনদিনের ক্রিকেট প্রতিযোগিতায় এলাকার আটটি দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আর এন পি ক্রিকেট দল বনাম ঋতুজা সুপার কিং ক্রিকেট দল । আর এন পি ক্রিকেট দল ঋতুজা সুপার কিং ক্রিকেট দলকে ৯ উইকেটে হারিয়ে প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নেয় । উদ্যোক্তাদের মধ্যে বিমল দাস,রাহুল দত্ত ,সায়ন পাত্র জানান, খেলার মাঠ সাধারণত শিশুদের তথা যুব সমাজের সবথেকে পছন্দের জায়গা। মোবাইলে অনলাইন খেলায় আসক্ত হয়ে যুব সমাজ খেলাধূলা থেকে নিজেদেরকে সরিয়ে রাখছে। যুবসমাজকে মাঠমুখী করতেই এলাকার ছেলেদের নিয়ে তিনদিনের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তিন দিনেই খেলা দেখতে প্রচুর দর্শক হাজির হয়েছিলেন মাঠে। টুর্নামেন্টের থিম সং তৈরি করেন আয়োজক কমিটির অন্যতম সদস্য তথা পেশায় শিক্ষক বিমান পাত্র।
Post Comment