নিজস্ব প্রতিনিধি, আড়শা :
প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আড়শায় শুরু হল ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট পরিষেবা। শনিবার বলরামপুর বিধানসভার আড়শা ব্লকের পুয়াড়া হাইস্কুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার সূচনা করা হয় । উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক দীপ্তেশ সরেন প্রমুখ।











Post Comment