নিজস্ব প্রতিনিধি, আড়শা:
চাইবাসা থেকে ধানবাদের দিকে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্করপিও গাড়ি। রবিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার আড়শা থানার অন্তর্গত কৌরাং জঙ্গল সংলগ্ন ১৮ নং জাতীয় সড়কে ক্যাম্পের কাছে। জানা গিয়েছে, গাড়িটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। ফলে রাস্তার ধারে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় গাড়িতে থাকা ছ’জন যাত্রী ও চালক আহত হন।
ঘটনার খবর পেয়ে আড়শা থানার কান্টডি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত স্করপিওটি ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়রাম মাহাতোর টেইল কার হিসেবে যাচ্ছিল। গাড়িটিতে এক পুলিশকর্মীও ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জয়রাম মাহাতো নিজেও আহতদের দেখতে হাসপাতালে যান।
Post Comment