নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পাকা রাস্তার কাজের সূচনা করলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত। শনিবার আড়শা ব্লকের হেটগুঁগুই গ্রাম পঞ্চায়েতের বুড়িডুমুর ড্যাম থেকে উপরজাড়ি পর্যন্ত রাস্তার কাজের সূচনা করেন তিনি। জানা গিয়েছে, প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি পাকা করা হবে।উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাত প্রমুখ।











Post Comment