insta logo
Loading ...
×

দুই রাস্তার সূচনা করলেন বিধায়ক

দুই রাস্তার সূচনা করলেন বিধায়ক

হরিনারায়ণ সূত্রধর , ঝালদা

দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে ঝালদা থানার খামার গ্রামে দুটি রাস্তার কাজের সূচনা করলেন বাঘমুণ্ডির বিধায়ক।
ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের এদেলডি গ্রাম থেকে লুসকুড়ির যোগাযোগ সুগম হবে রাস্তার নির্মাণে৷ ওই গ্রাম পঞ্চায়েতের খামার গ্রামের রাস্তা নির্মাণ হবে।
ওই দুটি রাস্তার কাজের সূচনা করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। সঙ্গে ছিলেন ঝালদা ১ নং ব্লকের বিডিও মদনমোহন মুর্মু, ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া সহ সভাপতি শক্তিপদ মাহাতো সহ অন্যান্যরা।
বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, “রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে যেমন এদেলডি গ্রাম থেকে লুসকুড়ি গ্রাম প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দ, তেমনি একই এলাকায় খামার বিট অফিস থেকে খামার মিঠুন সিং মুড়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য প্রায় ৪৯ লক্ষ টাকা বরাদ্দ। এই টাকায় হবে দুটি ঢালাই রাস্তা। “
গ্রামবাসী কুন্দর সিং দেও বলেন, “রাস্তা দুটি তৈরি হলে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন। এই উদ্যোগে আমরা খুশি।
এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী জয়প্রকাশ মাহাতো সহ এলাকার বিশিষ্টজনেরা।

Post Comment