নিজস্ব প্রতিনিধি, বোরো:
নিখোঁজ নাবালিকা উদ্ধার। পরে ওই নাবালিকাকে শিশু কন্যা কমিটির মারফত তার পরিবারের হাতে তুলে দেয় বোরো থানার পুলিশ।
গত ১৪ মার্চ বিকেলে বোরো থানার এক গ্রামের বছর ১৬ র এক কিশোরী নদীতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপর সে নিখোঁজ হয়ে যায়। ৩ এপ্রিল কিশোরীর বাবা বোরো থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে বান্দোয়ান থানার কুইলাপাল এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।









Post Comment