বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সিএসপি কেন্দ্রে দুষ্কৃতি হানার অভিযোগ উঠল পুরুলিয়ার বলরামপুরে। শুক্রবার সকালে ওই ঘটনাকে ঘিরে তৈরি হলো উত্তেজনা।
মাথায় বন্দুক ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। পালানোর সময় রাস্তায় সিভিক ভলান্টিয়ার্সদের বাধার মুখে পড়ে শূন্যে গুলি চালিয়ে ঝাড়খণ্ডের দিকে পালালো মোটরবাইকে থাকা তিন দুষ্কৃতি। উদ্ধার হয়েছে পিস্তলের গুলির খোল।

পুরুলিয়ার বলরামপুর থানার শালবনি গ্রামের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। দুষ্কৃতীদের খোঁজে নাকা তল্লাশি শুরু হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” ওই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে
তদন্ত শুরু হয়েছে l”










Post Comment