নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
একেবারে হাসপাতাল চত্বরের তিনটি পুরোনো গাছ কেটে ফেলল দুস্কৃতকারীরা। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুরুলিয়া জেলার পুঞ্চা থানায় একটি অভিযোগ দায়ের করলেন খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক। পুঞ্চা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. নবকুমার বিশ্বাস পুলিশকে জানিয়েছেন, পুঞ্চা ব্লক হাসপাতাল চত্বরে তিনটি পুরোনো গাছ ছিল। গত ৯ জানুয়ারি তিনি দেখেন গাছগুলি চুরির উদ্দেশ্যে কেটে ফেলা হয়েছে। পুঞ্চা থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিএমওএইচের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।










Post Comment