insta logo
Loading ...
×

এ কী কাণ্ড ডাকঘরে !

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

এ কী কাণ্ড ডাকঘরে! পোস্ট অফিসের দরজার তালা ভাঙা। কার্যালয়ের ভেতরেও সমস্ত জিনিস পত্র লণ্ডভণ্ড। ভাঙার চেষ্টা হয়েছে পোস্ট অফিসের ভল্টও। অবস্থায় পড়ে রয়েছে। চুরির চেষ্টা রঘুনাথপুর পোস্ট অফিসে। শুক্রবার পুরুলিয়ার রঘুনাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রঘুনাথপুর পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার প্রণয় মণ্ডল। অভিযোগ গত বৃহস্পতিবার রাতে পোস্ট অফিসে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা। শুক্রবার অফিসে এসে তিনি এমন অবস্থা দেখেন। সেখানে থেকে দুটি কাঠের এবং তিনটি লোহার বাকসো নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে রুজু হয়েছে মামলা। তদন্ত শুরু হয়েছে। এলাকায় থাকা বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Post Comment