insta logo
Loading ...
×

জঙ্গলমহলে ক্ষুদ্র সেচে ঘাটতি, মাঠে নামলো বিধানসভার কমিটি

জঙ্গলমহলে ক্ষুদ্র সেচে ঘাটতি, মাঠে নামলো বিধানসভার কমিটি

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

জঙ্গলমহলের কৃষিকাজে জলের অভাব পুরনো সমস্যা। সেই বাস্তব চিত্র যাচাই করতে মঙ্গলবার পুরুলিয়ার বরাবাজার ব্লকের হিজলি গ্রামে পৌঁছালেন বিধানসভার সেচ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। নদী থেকে জল উত্তোলন প্রকল্পগুলি ঘুরে দেখেন তাঁরা।

হিজলির নেংসাই নদীর ধারে দাঁড়িয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন কমিটির সদস্যরা। স্থানীয় কৃষক সীতারাম মাহাতো ও মহেন্দ্র মাহাতো জানান, “বছরের বেশিরভাগ সময় নদী প্রায় শুকনো থাকে। ফলে আমন ধান ছাড়া আর চাষ সম্ভব হয় না। যদি এখানে একটি চেক ড্যাম তৈরি হয়, তবে গ্রীষ্মকালীন সবজি চাষও করা যাবে।”
জেলা জুড়ে ক্ষুদ্র সেচ প্রকল্পগুলির উন্নয়নও উল্লেখযোগ্য নয় বলে জানা গেছে। পরিদর্শন শেষে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও কৃষকদের মতামত মিলিয়ে একটি বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। ওই রিপোর্টে ক্ষুদ্র সেচের সমস্যা নিরসনে কী কী করতে হবে তাও লেখা থাকবে বলে সূত্রের খবর।

Post Comment