insta logo
Loading ...
×

এ কী কাণ্ড! বরযাত্রী সহ হাজতে বর

এ কী কাণ্ড! বরযাত্রী সহ হাজতে বর

নিজস্ব প্রতিনিধি, আদ্রা :

তেত্রিশের বর, ষোলো বছরের কনে। কিন্তু আইনতো বড়ো কড়া। নাবালিকা বিয়ে করতে এসে হাজত বাস হলো বরের। বরযাত্রী সহ নাবালিকা কনের বাবাকেও গ্রেফতার করেছে পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ। রবিবার এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রেল শহর আদ্রার মেট্যালশহর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আকাল বাউরি, ভরত কুমার ঢাকাত, নিরত্তম শর্মা ও নরেশ শর্মা। আকাল বাউরির বাড়ি আদ্রা থানার মেট্যালশহরে। বাকি তিন জনের বাড়ি মধ্য প্রদেশের শিবপুর জেলার গাস্বামী থানার বেঁচাই গ্রামে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে দুই পরিবারের সম্মতিতে মধ্য প্রদেশের বাসিন্দা বছর তেত্রিশের ভরত কুমার ঢাকাতের সঙ্গে নাবালিকার বিয়ে ঠিক করেছিল তার পরিবার। দিনক্ষণ দেখে ফাল্গুনের রবিবার দুপুরে বর সহ বরযাত্রী পৌঁছায় কনের বাড়িতে। কুটুমে ভর্তি বাড়ি। চলছিল রান্নাবান্না। এমন সময় বিন বুলায়ে মেহমান হয়ে হানা দিল আদ্রা থানার পুলিশ। হতবাক গ্রামের মানুষজন থেকে আমন্ত্রিত মানুষজন। আসা প্রত্যেকেই। স্থানীয় সূত্রে খবর পেয়েই পুলিশ আসে গ্রামে। নাবালিকা কিশোরীকে বাড়ির লোকজন বিয়ে দিচ্ছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মীরা জানতে পারেন সেই কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। কিশোরীর জন্ম শংসাপত্র দেখতে চান পুলিশ আধিকারিকরা। তাঁরা জানতে পারেন কিশোরীর বয়স মাত্র ১৬ বছর। এর পরেই কনের বাবা, পাত্র ও দুজন বর যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বাল্যবিবাহ আইনে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।নাবালিকা দশম শ্রেণীর পড়ুয়া কনেকে একটি সরকারি হোমে পাঠানো হয়েছে।

Post Comment