insta logo
Loading ...
×

নাবালিকার বিয়ে, মামলায় ফাঁসল পরিবার

নাবালিকার বিয়ে, মামলায় ফাঁসল পরিবার

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :

নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগে পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের। স্থানীয় পঞ্চায়েত সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে ছেলে,তার বাবা – মা এবং মেয়ের বাবা – মায়ের বিরুদ্ধে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইনে মামলা রুজু করল কাশিপুর থানার পুলিশ।
অভিযোগ দায়ের হওয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার নাগরতলা গ্রাম থেকে বছর ১৪ র ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে স্থানীয় একটি হোমে রাখা হয়েছে।
মঙ্গলবার কাশিপুর থানায় বাল্য বিবাহের একটি লিখিত অভিযোগ দায়ের করেন কালিদহ গ্রাম পঞ্চায়েতের সদস্য অরুপ কুমার মণ্ডল। পুলিশকে তিনি জানিয়েছেন মঙ্গলবার তিনি খবর পান গত ৩১ জানুয়ারি কালিদহ গ্রামের এক দম্পতি তাদের ১৪ বছরের নাবালিকাকে মেয়েকে দক্ষিণ ২৪ পরগনা জেলার এক যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Post Comment