insta logo
Loading ...

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ, পুলিশের জালে ঝাড়খণ্ডের বিবাহিত যুবক

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ, পুলিশের জালে ঝাড়খণ্ডের বিবাহিত যুবক

নিজস্ব প্রতিনিধি , বরাবাজার

নিখোঁজ হওয়ার মাত্র চার দিনের মধ্যে এক নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধার করল জেলা পুলিশের। বড়সড় সাফল্য পুরুলিয়া বরাবাজার থানার পুলিশের। ইতিমধ্যেই অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সুত্রে জানা গিয়েছে , ধৃত ব্যক্তির নাম বীরেন্দ্র শবর। বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা থানার জোড়শা গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে উদ্ধার হওয়া নাবালিকাকে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে নিজের বাড়িতে পাঠানো হয়। প্রসঙ্গত , বছর ১৭র ওই কিশোরী গত রবিবার দুপুরে বাজারে গিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর ঝাড়খণ্ডের একটি যুবকের উপর সন্দেহ জন্মায় পরিবারের। সোমবার পরিবারের তরফে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বরাবাজার থানায় একটি অপহরণের মামলা রুজু করা হয়। এরপরেই পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড থেকে অপহৃত ওই নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তি বিবাহিত। তারপরেও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল। নাবালিকা নিজের বাড়িতে ফিরে আসায় খুশি পরিবারের সদস্যরা।

Post Comment