নিজস্ব প্রতিনিধি , বরাবাজার:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম বিপ্লব হেমব্রম। ধৃতের বাড়ি হেঁসলাডি গ্রামের হুজুগডি টোলায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বরাবাজার থানার একটি গ্রামে। এক প্রতিবেশীর বিয়ে বাড়িতে গিয়েছিল ষোল বছরের ওই কিশোরী। রাত হয়ে যাওয়ার পরেও সে আর বাড়ি আসেনি। ফলে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে বাড়ির লোকজন। পরে তারা জানতে পারেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপ্লব হেমব্রম তাকে অপহরণ করেছে। বুধবার নিখোঁজ নাবালিকার মা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বরাবাজার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ দায়ের হওয়ার পরে অপহরণের মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় নাবালিকাকে।
বৃহস্পতিবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে উদ্ধার হওয়া নাবালিকাকে শিশু কল্যাণ কল্যাণ কমিটির মাধ্যমে বাড়িতে পাঠানো হয়।
Post Comment