নিজস্ব প্রতিনিধি,পুঞ্চা:
এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল পুঞ্চা থানা এলাকায়। এই মর্মে বুধবার পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা। অভিযোগ পত্রে তিনি লিখেন, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ১৫ বছর বয়সি মেয়ে দোকানে গিয়েছিল জিনিস কেনার জন্য। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ। ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। উদ্ধার করা যায়নি নাবালিকা মেয়েটিকেও।








Post Comment