নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
বরাদ্দ হয়েছে ২৫ লক্ষ টাকা।সেই বরাদ্দে সৌরশক্তি চালিত জল প্রকল্পের উদ্বোধন হলো পুরুলিয়া জেলার বাঘমুন্ডির কলেজে। বুধবার স্থানীয় চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থানুকুল্যে ওই জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো।
যাতে কলেজের ছাত্র-ছাত্রীদের পানীয় জলের বিষয়ে কোন সমস্যা না হয় সেইজন্যে ওই কলেজের দীর্ঘদিনের দাবি ছিল একটি জল প্রকল্পের। কলেজ সূত্রে জানা গেছে ২০২৩ সালের মে মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়। দীর্ঘকালের দাবি পূরণ হওয়ায় খুশি কলেজ কর্তৃপক্ষ ও পড়ুয়ারা।
Post Comment